ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

পায়ের যত্নে কিছু মাস্ক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৮, ১২:২৬  
আপডেট :
 ১৩ অক্টোবর ২০১৮, ১৩:২৮

পায়ের যত্নে কিছু মাস্ক

নিজের মুখ, চুলের মত সুন্দর করতে চান আপনার পা-ও। এর জন্য পার্লারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করতে হবে না। কেবল আপনাকে জানতে হবে কিছু ঘরোয়া ফুট স্ক্রাব ও মাস্ক রেসিপি ও এর ব্যবহার সম্পর্কে।

পা নরম কোমল করতে স্ক্রাবঃ

ব্রাউন সুগার ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ।

একটি বাটিতে সব উপাদান একসাথে নিয়ে ভালভাবে মিশিয়ে নিন। আপনার পা দুটি একটি বড় গামলায় হালকা গরম পানিতে ১০ থেকে ২০ মিনিট ডুবিয়ে রাখুন। এবার মাস্কটি পায়ে লাগান এবং হালকা করে ঘষতে থাকুন। কিছু সময় পর পা ধুয়ে ফেলুন।

কলা ফুট মাস্কঃ

পাকা কলা, হালকা গরম পানি (প্রয়োজনমত)।

পাকা কলা চটকে আপনার পায়ের গোড়ালিতে লাগান। এটি লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং এরপর হালকা গরম পানি দিয়ে আপনার পা ধুয়ে ফেলুন। এই মাস্ক পায়ের গোড়ালি ফাটা বা খসখসে ভাব দূর করবে।

ফুট ময়েশ্চারাইজারঃ

পেট্রোলিয়াম জেলি ১ টেবিল চামচ, লেবুর রস ২ থেকে ৩ ফোঁটা, গরম পানি, পায়ের কটন মোজা।

পেট্রোলিয়াম জেলি ও লেবুর রস ভালভাবে মিশিয়ে নিন। তবে পায়ে এটি লাগানোর আগে আপনার পা হালকা গরম পানিতে ১০ মিনিট ডুবিয়ে রাখুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে এই ময়েশ্চারাইজার লাগিয়ে ম্যাসাজ করে পায়ে মোজা দিয়ে রাখুন।

ফুট ময়েশ্চারাইজার ক্রিমঃ

অলিভ অয়েল ১ টেবিল চামচ, ল্যাভেন্ডার অয়েল ২ থেকে ৩ ফোঁটা।

অলিভ অয়েল ও ল্যাভেন্ডার অয়েল একসাথে মিশিয়ে নিন। এরপর যখন আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন। তবে এই ময়েশ্চারাইজার ব্যবহার করবেন ভাল ভাবে ঝাঁকিয়ে নেবেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত