ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

স্বপ্নের যত অদ্ভুত অর্থ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১০:১২  
আপডেট :
 ১৬ অক্টোবর ২০১৮, ১০:২১

স্বপ্নের যত অদ্ভুত অর্থ

স্বপ্ন সবাই দেখি কিন্তু চোখ খোলার পরে তার অনেকটাই মনে থাকে না। এমন অনেক স্বপ্নের ব্যাখ্যাও করেন মনোবিদরা। এখানে রইল চীনে প্রচলিত ও পুরনো চৈনিক বাস্তু মতে কিছু স্বপ্নের ব্যাখ্যা, যা জীবনে বয়ে আনে সুখ।

সাগরের জলে ঢেউ খেলছে শান্ত গতিতে, এর মানে জীবন হবে শান্তি ও সুখে ভরা।

চীনারা বিশ্বাস করেন নৃত্যরত শিশুদের স্বপ্ন দেখার মানে বিবাহিত জীবন খুবই সুখকর হবে।

স্বপ্নে রত্ন ও পাথর দেখার অর্থ, জীবনে প্রেমভাগ্য ভাল হবে।

স্বপ্নে মন্দির দেখার অর্থ আপনার অদূর ভবিষ্যত খুবই সুখকর হবে।

হালকা বেগুনি রঙের অ্যামেথিস্ট পাথর স্বপ্নে দেখা মানে জীবনে আর্থিক স্বচ্ছলতা থাকবে।

চৈনিক বাস্তু মতে স্বপ্নে পাখি গান গাইছে দেখলে বুঝবেন, জীবনে প্রেম আসবে।

নিজের বাড়ির সামনে বাঁশ গাছ রয়েছে, এমন স্বপ্ন দেখা মানে ভাল খবর পাবেন। আর ফলে ভরা বাগান দেখার অর্থ আপনার পরিবার সুস্থ থাকবে ও সুখী হবে।

চাঁদের আলো শান্তির প্রতীক। চাঁদের আলোয় প্রিয়জনের সঙ্গে দাঁড়িয়ে আছেন এমন স্বপ্নে দেখলে বুঝবেন আপনার পারিবারিক জীবন খুবই সুখের।

শূকর এই প্রাণীটি সম্পদের প্রতীক। ফলে একে স্বপ্নে দেখা মানে অবশ্যই তা সুখ বয়ে আনবে এমনটাই বিশ্বাস করেন চীনারা।

অনেকেই স্বপ্নে কফিন দেখেন এবং এ কারণে ভয়ও পান অনেকে। তবে চৈনিক বাস্তু মতে এতে ভয়ের কিছু নেই বরং স্বপ্নে কফিন দেখার মানে, দুশ্চিন্তার অবসান।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত