ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

আরামদায়ক ক্রুজে গোয়া ভ্রমণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ১১:২৪

আরামদায়ক ক্রুজে গোয়া ভ্রমণ

সমুদ্র দেখতে চাইলে অনেকেরই প্রথম পছন্দ গোয়ার সী বিচ। কিন্তু এর সড়কপথে যাত্রা খুব বেশি একটা আরামদায়ক নয়। তবে এবার ভারতে গোয়া যাওয়ার জন্য পানি পথে চালু হয়েছে একটি ক্রুজ। আর মাত্র ৭ হাজার টাকা থেকে ১২ হাজার টাকায় ভারতের মুম্বাই থেকে গোয়া যেতে পারবেন।

ভারতের প্রথম ক্রুজ এটি। যার নাম অ্যাংরিয়া। এতে রয়েছে ১০৪টি ঘর, পর্যটকদের বাজেট অনুযায়ী ৮ ধরনের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ডর্মেটরিও। লাক্সারি স্যুটে রয়েছে জাপানি স্টাইলের সুইমিং পুল, আছে আন্ডারওয়াটার লাক্সারি রুম।

এছাড়াও এখানে আরো আছে ৬টি পানশালা, ২টি রেস্টুরেন্ট, রিডিং রুম, স্পা থেকে শুরু করে আরো অনেক কিছু। ভারতের মু্ম্বাই থেকে গোয়া যেতে সময় লাগবে ১৪ ঘণ্টা।

সপ্তাহে ৪ দিন মুম্বাই থেকে গোয়ার জন্য চলবে ক্রুজটি। ইটিমধ্যেই ক্রুজটি উদ্বোধন করা হয়েছে অর্থাৎ এই শনিবার, ২০ অক্টোবর থেকে এটি চলাচল শুরু করছে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত