ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

বাড়ির নিরাপত্তায় যা করবেন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৮, ১৬:৪৪

বাড়ির নিরাপত্তায় যা করবেন

আমরা আমাদের ঘর ইচ্ছা মতো সুন্দর করে সাজাতেই পারি। কিন্তু এর নিরাপত্তাকে কখনো এড়িয়ে যাওয়া যাবে না। ঘর সাজানোর চেয়েও ঘরের নিরাপত্তার বেশি গুরুত্ব পাওয়া দরকার।

ঘর সাজানোর সময়ে নিরাপত্তা অনুসারে জানালা লাগান। ফ্রেঞ্চ উইন্ডো দেখতে খুবই সুন্দর। তবে এ ধরনের বড় মাপের জানালা বা ফ্রেঞ্চ উইন্ডোতে বাইরের গ্রিল সাধারণত দেয়া হয় না। সুতরাং নিরাপত্তার কথা ভেবে এমন জানালা লাগানো উচিত নয়।

বাড়িতে অলংকার বা বিশেষ গুরুত্বপূর্ণ অথবা দামি কিছু রাখার জন্য এখন বাজারে সেফটি বক্স পাওয়া যায়। যা মেটালিক ভারী চেহারার এবং নম্বর লক করা। সুতরাং খুব সহজে এটি খোলা যায় না।

বাড়ির বা ফ্ল্যাটের সামনে ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে নিন। মেমরি স্টোর করে রাখার জন্য মেমরি কার্ড লাগিয়ে নেবেন। বাড়ির ইন্টারনেট কানেকশনটা সবসময় অন থাকলে আপনি যেখানেই থাকুন না কেন, আপনার বাড়িতে কী হচ্ছে,বাইরের লোক ঢুকছে কিনা সবটাই নিজের মোবাইল কিংবা ল্যাপটপেই জানতে পারবেন।

প্রবেশ দরজা আই কনট্যাক্টে খুলবে এমন দরজা কিন্তু অনেক দেশেই আছে। এমন দরজা কিনতে পারেন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত