ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ঘরেই হোক মজাদার কোলস্লো

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৮, ১৬:৫১

ঘরেই হোক মজাদার কোলস্লো

চলে এসেছে শীতকাল। বাজার এখন নানা রকম শীতের সবজিতে ভরে গেছে। কোলস্লো এমনই একটি খাবার যা নান, পরোটা, বার্গার, শর্মা, চিকেন ফ্রাই, রাইস জাতীয় খাবারের সাথে দারুণ মজা লাগে। বাঁধাকপি আর গাজর, শসা দিয়ে ঘরেই তৈরি করতে পারবেন।

স্যালাদ ড্রেসিং তৈরির উপকরণঃ

মেয়োনিজ ১/২ কাপ, দুধ ১/৪ কাপ, হোয়াইট পেপার পাউডার ১ চা চামচ, লবণ ১/৪ চা চামচ বা স্বাদমত, চিনি ১ টেবিল চামচ বা স্বাদমত, সাদা ভিনেগার ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ।

উপরের সব উপকরণ একসাথে মিশিয়ে ভাল করে হুইস্ক করে ক্রিমি বানিয়ে নিন।

কোলস্লো তৈরির উপকরণঃ

বাঁধাকপি মিহি কুঁচি ২ কাপ, গাজর মিহি কুঁচি ১/৪ কাপ, পেঁয়াজ মিহি কুঁচি ১ টেবিল চামচ।

স্যালাদ ড্রেসিংঃ বাঁধাকপি গাজর ও পেঁয়াজ একসাথে একটি বড় বাটিতে মিশিয়ে তার সাথে চামচ দিয়ে স্যালাদ ড্রেসিং মিশিয়ে নিন। ফ্রিজে কমপক্ষে ৪-৫ ঘণ্টা রেখে পরিবেশন করুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত