ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ত্বকের যত্নে বিশেষ আইস কিউব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১২:৩৯

ত্বকের যত্নে বিশেষ আইস কিউব

ত্বকের যত্নে বরফ অনেক বেশি উপকারি। যে কোন দাগ, ব্রণ, চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ, রোদে পোড়া দাগ, জ্বালাপোড়া দূর করতে বরফ অসাধারণ কাজ করে। আর যদি কিছু উপকারি উপাদান দিয়ে বিশেষ আইস কিউব তৈরি করা যায় তবে উপকার পাবেন আরো বেশি।

গ্রীন টি

ত্বকের যে কোনো কালো দাগগুলো দূর করতে এটা ওষুধের মত কাজ করে। তাই গ্রীন টি বানিয়ে আইস ট্রেতে ঢেলে বরফ বানিয়ে তা ত্বকে ব্যবহার করতে পারেন নিয়মিত।

পুদিনাপাতা

ব্রণ ও রোদে-পোড়া দাগ কমাতে পুদিনাপাতা পেস্ট করে পানির সাথে মিশিয়ে বরফ করে সেটা ত্বকে ব্যবহার করুন।

লেবুর রস ও কাঁচা দুধ

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লেবুর রস ও একই পরিমাণ কাঁচা দুধ আইস ট্রেতে নিয়ে ফ্রীজে রেখে বরফ করে প্রতিদিন ব্যবহার করুন।

গোলাপজল ও কাঁচা দুধ

সমপরিমাণ গোলাপজল ও কাঁচা দুধ মিশিয়ে বরফ করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করে মুখ না ধুয়েই ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

তরমুজের রস

তরমুজের রসের আইস কিউব ত্বকের উজ্জ্বলতা ও দাগ দূর করে।

লেমন আইস

এক কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে বরফ করে সেটা বাইরে থেকে এসে ত্বকে ম্যাসাজ করলে জ্বালা-পোড়া কমে ও ব্রণ দূর হয়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত