ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

বেসিন ও বাথরুমে যা ফেলা যাবে না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১২:১১

বেসিন ও বাথরুমে যা ফেলা যাবে না

অসাবধানতা বা অসচেতনতার কারণে ঘর-গৃহস্থালীর কাজে অনেক সময় আমরা মারাত্নক কিছু ভুল করে ফেলি। যার ফলে পড়তে হয় বড় ধরণের সমস্যায়। রান্নাঘরের বেসিন বা বাথরুমের কমোডে কিছু জিনিস কখনোই ফেলতে নেই। সেগুলো কী জেনে নিন।

সিগারেটের ফিল্টার

অনেকেই বাথরুমের কমডে ফিল্টার ফেলেন। সিগারেটের ফিল্টার পানি শুষে আরো ফুলে যায়। ফলে সিগারেটের ফিল্টার নর্দমা দিয়ে যাওয়ার সময় আটকে যায়।

স্যানিটারি প্যাড

স্যানিটারি প্যাড ভুলেও কমোড বা বাথরুমের নর্দমায় ফলেবেন না। এ সব জিনিস সহজেই পানি শুষে ফুলে যায় ও পুরো পানি যাওয়ার প্রক্তিয়াকেই বন্ধ করে দিতে পারে।

চাল

রান্নাঘরের বেসিনের চাল ধোয়ার সময়ে তা ফেলা যাবে না। ঘন ঘন চাল ফেলতে থাকলে বা এক সঙ্গে অনেক চাল পড়ে গেলে বেসিনের পানি যাওয়া বন্ধ করে দিতে পারে। অনেক চাল জমে গেলে তা ফুলে আকারে বড় হয়ে যায়।

আটা-ময়দা

পাইপের ভেতরে এই আটা পানির সাথে মিশে একটি আঠালো মিশ্রণ তৈরি করে। যা অন্য ময়লাকে আটকে রাখে।

চুল

বাথরুমে চুল ফেলবেন না। কারণ তা পাইপের ভিতর একটি ছোট বলের মতো আকারে জট তৈরি করে। ফলে পানি আটকে যায়।

ডিমের খোসা

ডিমের খোসা ছোট ছোট অংশ একে অন্যের গায়ে লেগে একটা বড় অংশ তৈরি করে ফেলে। পাইপের পানি যাওয়ার পথ আটকাতে সেটাই যথেষ্ট। তাই রান্নাঘরের বেসিনে ডিমের খোসা ফেলবেন না।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত