ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

চুলের যত্নে চিনি!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৬:৩৫

চুলের যত্নে চিনি!

শরীর সুস্থ রাখতে চিকিৎসকরা অনেক সময়েই চিনি খেতে নিষেধ করেন। এই খাবারটি শরীরের তেমন কোনো উপকার না করলেও চুলের কিন্তু অনেক উপকারে আসতে পারে।

রূপবিশেষজ্ঞদের মতে, এটা আমাদের চুলকে রাখে সুন্দর এবং অনেক ধরনের সমস্যাও কমায়। বিশেষ করে শ্যাম্পুর সাথে চিনি মেশালে পাবেন অবাক করা ফল।

যুক্তরাজ্যের বিখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা ফুসকো ওয়েক্সলার মনে করে যে, আপনি শ্যাম্পু করার সময় এর সাথে চিনি যোগ করলে চুল পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত হয় যা দেখতে আরো বেশি সুন্দর লাগে।

এ বিষয়ে মারি ক্লেয়ার নামে এক রূপবিশেষজ্ঞ মনে করেন, নিয়মিত শ্যাম্পুর সাথে চায়ের চামচের মত এক চামচ চিনি মিশিয়ে মাথায় হালকা করে লাগালে মাথার খুশকি দূর হবে।

তিনি আরো বলেন যে, চিনি ব্যবহারে শুধু ত্বকের অন্যান্য সমস্যারই সমাধান হবে না। তার পাশাপাশি আপনি পাবেন সুন্দর, পরিষ্কার এবং খুশকিমুক্ত চুল। যা সাধারণত শুধু মাত্র শ্যাম্পু ব্যবহার করলে পাওয়া যায় না। আরএ/

  • সর্বশেষ
  • পঠিত