ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

সহজে কমান ব্রণের গর্তের দাগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১৫:৩২

সহজে কমান ব্রণের গর্তের দাগ

বয়সের কোনো এক সময়ে ব্রণের সমস্যায় ভোগেননি এমন নারী বা পুরুষ পাওয়া যাবে না। তবে একটা সময়ে ব্রণ ও তার দাগ চলে যায়। কিন্তু ব্রণের গর্ত তো আর কিছুতেই যেতে চায় না। ফলে ত্বক হয়ে যায় অমসৃণ। কিন্তু গর্ত দূর করতে পারবেন ঘরোয়া উপায়ে।

ভিটামিন ই তেল

ব্রণের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল। প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমন্ডল হয়ে উঠবে দাগহীন ও উজ্জ্বল। ভিটামিন ই তেল বাজারে কিনতে পাওয়া যায়। আর না পেলে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন।

ভিটামিন ই তেল ব্যবহার এর নিয়ম

প্রথমে মুখ ফেসওয়াস দিয়ে পরিষ্কার করে নিন । একটা পরিষ্কার পিনের সাহায্যে ক্যাপসুলটি ছিদ্র করে তেল বের করুন। তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে লাগিয়ে নিন। খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধ ঘণ্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন। সমস্যা খুব বেশি না হলে সপ্তাহে ২-৩ বার এভাবে ব্যবহার করুন।

লেবু

লেবুর সাইট্রাস এসিড স্কার কমায়। কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইট্রিক উপাদান আপনার দেহের ভেতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে।

লেবুর রস ব্যবহার এর নিয়ম

একটি মাঝারি আকারের লেবুর রস সমপরিমাণ পানির সাথে মিশিয়ে মুখে ঘষুন এতে গর্তের দাগ হালকা হবে। সময়ের সাথে সাথে আপনি পাবেন দাগ মুক্ত ত্বক।

অ্যালোভেরা জেল

অ্যালোভেরা জেল প্রকৃতিক ভাবে ত্বকের নানা রকম সমস্যা থেকে মু্ক্তি কমায়।

অ্যালোভেরা জেল ব্যবহার এর নিয়ম

আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুঁরি দিয়ে কেটে জেল মুখে লাগালে বিরক্তিকর ব্রণের গর্তের দাগ কমবে।

টমেটো

টমেটোতে আছে ভিটামিন এ। যা এবং ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে।

দুই গালে টমেটো ব্যবহার এর নিয়ম

মাঝারি আকারের টাটকা টমেটো নিন। একে সমান ২ ভাগে ভাগ করুন। এবার দুই গালে প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ম্যাসাজ করুন। এতে যেমন গর্তের দাগ হালকা হবে এবং রোদে পোড়া ভাবও কমবে।

অলিভ ওয়েল

এক্সট্রা ভারজিন অলিভ ওয়েল ময়েশ্চারাইজিং গুণাগুণের কারণে দ্রুত ব্রণের গর্ত সারাতে সাহায্য করে।

অলিভ ওয়েল ব্যবহার এর নিয়ম

অল্প পরিমাণে অলিভ ওয়েল নিয়ে মুখ মন্ডলে মালিশ করুন এবং ভাল ফল পেতে ঘুম যাওয়ার আগে ব্যবহার করুন ।

মধু

মধু নিয়মিত ব্যবহার সারিয়ে তোলে ব্রণের গর্তের দাগ। তুলার সাহায্যে ব্যবহার করতে পারেন।

বরফ কুচি

বরফ কুচির ব্যবহারে ব্রণের গর্ত হালকা করতে পারেন দ্রুত।

বরফ কুচি ব্যবহার এর নিয়ম

পাতলা কাপড় বা তুলাতে একটা বরফের টু্করো নিয়ে গর্তের জায়গায় ১৫-২০ মিনিট ঘষে লাগান। এতে ত্বকে আরামদায়ক অনুভুতির পাশাপাশি সারিয়ে দেবে গর্তের দাগ।

ফেসপ্যাক

ব্রণের গর্ত সারাতে আপনার ফেসপ্যাক এ মেশান বেসন, টকদই ও শশার রস। এটি আপনার ত্বককে রাখবে দাগহীন, উজ্জ্বল ও প্রাণবন্ত।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত