ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

মধুটিলা, সবুজের দারুণ উৎসব

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪  
আপডেট :
 ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৫৩

মধুটিলা, সবুজের দারুণ উৎসব

লাল পাহাড়ের দেশ। পাহাড়ের গায়ে ঘন সবুজ গাছের সারি। বনফুলের সুবাস। ঝিরিঝিরি বিশুদ্ধ হাওয়া। হাওয়ার গুঞ্জরনে পাখির কলতান। এরকম এক সুন্দরের খোঁজ মেলে মধুটিলায়।

বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রকৃতির অপরূপ শোভা নিয়ে যে কয়টি ইকো পার্ক রয়েছে তারই মধ্যে অন্যতম হলো শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে অবস্থিত মধুটিলা ইকো পার্ক। ঢাকা থেকে এই ইকো পার্কটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

বনবিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত এই ইকো পার্কটিতে চারপাশের সবুজ সমারোহ উপভোগের জন্য একটি ওয়াচ টাওয়ার ছাড়াও রয়েছে চমত্কার লেক, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ও একাধিক পিকনিক স্পট। পার্কের গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই নজরে পড়বে উঁচু গাছের সারি। রাস্তা থেকে ডান পাশে খোলা প্রান্তর আর দুই পাশে রকমারি পণ্যের দোকান। আর এসব পেরিয়ে আরেকটু সামনে এগোলেই আঁকাবাঁকা ঢালু পাহাড়ি রাস্তা যেখানে পাহাড়ের প্রবেশপথেই অভ্যর্থনা জানাবে ধূসর রঙের বিশাল আকৃতির শুঁড় উঁচানো পাথরের তৈরি দুটি হাতি। এরপর যত এগোনো যাবে, ততই মন ভরে যাবে প্রকৃতির অপার সৌন্দর্যে। পথে বুনো গাছপালার ফাঁকে ফুটে থাকা হরেক রকমের বুনোফুল আর এর মাঝে বাহারি প্রজাপতির ওড়াউড়িও চোখে পড়েব। এ ছাড়া এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার পথে দেখা মিলবে হরিণ, রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, বানর, বিভিন্ন প্রজাতির পাখি, হূদের ধারে কুমির, ব্যাঙ আর মত্স্যকন্যার বেশ কিছু ভাস্কর্য।

আঁকাবাঁকা উঁচু-নিচু পথে ঘন ঘন গাছের সারি গভীর অরণ্যের দিকে চলে গেছে। এখানে উঁচু পাহাড়ের গাছের ছায়ায় বসে কাটাতে পারেন অলস কিছু মুহূর্ত। এ ছাড়া চাইলে আলাদা ফি দিয়ে হ্রদে প্যাডেল বোট চালিয়ে ঘুরে বেড়ানোর সুযোগও পাওয়া যায়। অন্যদিকে বিভিন্ন রাইড নিয়ে সম্পূর্ণ আলাদা করে এই ইকোপার্কের মধ্যেই গড়ে তোলা হয়েছে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি শিশুপার্ক। রয়েছে ডিসপ্লে মডেল, তথ্যকেন্দ্র, গাড়ি পার্কিং জোন, ক্যানটিন, মিনি চিড়িয়াখানা, ওষুধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষ এবং মৌসুমি ফুলসহ বিভিন্ন রঙের গোলাপের বাগান। মধুটিলা ইকোপার্কে ঢুকতে জনপ্রতি পাঁচ টাকার টিকিট কাটতে হবে।

কিভাবে যাওয়া যায়: ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহ হয়ে শেরপুরে আসতে হবে। শেরপুর বাসস্ট্যান্ড থেকে নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার পর্যন্ত লোকাল বাস সার্ভিস রয়েছে। নন্নী বাজার থেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ভাড়ায় পাওয়া যায়। শেরপুর থেকে ভাড়ায় মাইক্রোবাস, অটোরিকশা অথবা মোটরসাইকেলে মধুটিলা ইকোপার্কে আসা যাবে। অথবা ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি নালিতাবাড়ী পর্যন্ত গেটলক সার্ভিস রয়েছে। নালিতাবাড়ী থেকে অটোরিকশা, মোটরসাইকেলে ২০-২৫ মিনিটে মধুটিলায় যাওয়া যায়। ঢাকা থেকে দিনে এসে দিনেই ফিরে যাওয়া যায়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত