ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রবীণদের নতুন বিপদ এলডারলি অ্যাবিউজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০১৮, ১৯:১৯

প্রবীণদের নতুন বিপদ এলডারলি অ্যাবিউজ

রোগ কিংবা কোনো জীবাণু নয়, বর্তমানে 'এলডারলি অ্যাবিউজ'-ই হল প্রবীণ নাগরিকদের কাছে নতুন বিপদ। শুধুমাত্র উপমহাদেশেই নয় এই নতুন জীবাণুর প্রকোপ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও প্রবলভাবে বেড়েছে । এনিয়ে প্রবল উদ্বিগ্ন চিকিৎসক থেকে গবেষক।

মোট পাঁচ রকমের নিগ্রহ থেকে সাবধান করছেন গবেষকরা। শারীরিক নিগ্রহ, যৌন নিগ্রহ, মানসিক নিগ্রহ, অবহেলা আর অর্থনৈতিক নিগ্রহ। জেরিট্রিশিয়ান তথা বয়স্কদের রোগ বিশেষজ্ঞদের আশঙ্কা যে যত সময় যাবে, তত এই সমস্ত অ্যাবিউজ বাড়বে। আর, গবেষণা বলছে এই ধরনের অবিরাম নিগ্রহের জেরে প্রবীণদের মৃত্যুর ঝুঁকি বাড়ে ৩০০ শতাংশ।

শুধু তাই নয়, মার্কিন গবেষণার তথ্যে থেকে দেখা গিয়েছে নিয়মিত নিগ্রহের শিকার হওয়া প্রবীণ নাগরিকদের আয়ু গড়ে নয় বছর কমে যায়।

অথচ, ওই নাগরিকদের নিগ্রহের ঘটনা চিহ্নিত করে সাহায্য করার পরিকাঠামো পুরোপুরি তৈরি হয়নি। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তথাকথিত উন্নত বিশ্বেও নয়। সেক্ষেত্রে ব্যতিক্রম স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো, যেখানে কিছু অভিনব ব্যবস্থা আর নজরদারি রয়েছে।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত