ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

রিমান্ডে 'ব্যাট উইমেন' প্রধান হোমায়রা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০১৮, ১২:৩০

রিমান্ডে 'ব্যাট উইমেন' প্রধান হোমায়রা

জাতীয় শোক দিবসে পান্থপথে হোটেলে বিস্ফোরণের ঘটনায় হোমায়রা ওরফে নাবিলা নামের এক নারীকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

হোমায়রা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখা 'ব্যাট উইমেন'-এর প্রধান বলে দাবি পুলিশের।

সিটিটিসি’র উপ কমিশনার মহিবুল ইসলাম খান জানান, ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার একটি বাসা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

হোমায়রার স্বামী তানভীর ইয়াসিন করিমকে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গত বছর নভেম্বরে গ্রেপ্তার করে পুলিশ।

করিম ইন্টারন্যাশনাল ও দারুস সালাম পাবলিকেশন্স নামের প্রকাশনা সংস্থার মালিক করিমের বাড়ি গুলশানে। মনিপুরিপাড়া এলাকায় তাদের বইয়ের দোকান রয়েছে। করিম ইন্টারন্যাশনাল বই প্রকাশের পাশাপাশি দেশের বাইরের বিভিন্ন লেখকের বই এনে সরবরাহ করে থাকে।

হোমায়রা অন্তঃস্বত্বা হওয়ায় তার স্বামীকে গ্রেপ্তারের সময় তাকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানায় পুলিশ।

হোমায়রার কাছে নারী জঙ্গিদের বিষয়ে তথ্য পাওয়ার আশা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

আরও পড়ুন-

‘ব্যাট উইমেনে’র প্রধান হোমায়রা গ্রেপ্তার

এসএস

  • সর্বশেষ
  • পঠিত