ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে পুলিৎজার জিতলেন পনির

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১৪:১২

প্রথম বাংলাদেশি সাংবাদিক হিসেবে পুলিৎজার জিতলেন পনির

প্রথম বাংলাদেশি হিসেবে সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার ‘পুলিৎজার’ অর্জন করেছেন সাংবাদিক মোহাম্মদ পনির হোসেন। এ বছর আন্তর্জাতিক প্রতিবেদন ও ফটোগ্রাফিতে পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের পুরস্কার বিজয়ী সাংবাদিক টিমের সদস্যদের একজন হলেন পনির। তার আগে আর কোনো বাংলাদেশি এই মর্যাদাসম্পন্ন পুরস্কার পাননি।

বাংলাদেশ ও মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়ে প্রকাশিত ১৬টি ফটো পুলিৎজার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

এসব ছবি তুলেছেন রয়টার্স ফটোগ্রাফি টিমের সাত সদস্য। এর মধ্যে মোহাম্মদ পনির হোসেন তুলেছেন তিনটি ছবি।

পুরষ্কার পাওয়ার পর পনির বলেন, এটি সত্যিই আমার জন্য অসাধারণ, উত্তেজনার খবর। এই পুরষ্কার আমাকে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে।

তিনি বলেন, সেসময় খুবই বাজে পরিবেশের মধ্যে আমরা কাজ করেছি। রোদবৃষ্টি উপেক্ষা করে কাদাপানির মধ্যে নেমে আমাদের ছবি তুলতে হয়েছে।

ছবি তোলার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে পনির আরও বলেন, তখন প্রচণ্ড বৃষ্টি নেমেছিল। ছবি তুলতে গিয়ে লেন্সের ভেতরে পানি ঢুকে যাওয়ার ভয় ছিল। এমনকি পানিতে নেমেও তাকে ওই ছবি তুলতে হয়েছে।

উল্লেখ্য, মার্কিন সংবাদপত্র সেন্ট লুইস ডিসপাচ ও দি নিউইয়র্ক ওয়ার্ল্ডের প্রকাশক জোসেফ পুলিৎজারের উইল অনুসারে ১৯১৭ সাল থেকে পুলিৎজার পুরস্কার দেয়া হচ্ছে।

বিশিষ্ট সাংবাদিক, পণ্ডিত ও সাবেক পুলিৎজার বিজয়ীদের সমন্বয়ে গঠিত ১৭ সদস্যের একটি বিচারক বোর্ড এ পুরস্কার ঘোষণা করে।

সাংবাদিকতার ক্যাটাগরিতে ১৪টি, কল্পকাহিনী, নাটক, ইতিহাস, আত্মজীবনী, কবিতা ও সংগীতেও সাতটি পুরস্কার দেয়া হয়।

এসএস

  • সর্বশেষ
  • পঠিত