ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

মা বাবার অযত্নে কাটা হবে বেতন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১১:৫৫

মা বাবার অযত্নে কাটা হবে বেতন

মা বাবার বয়স বেড়ে গেলে তাদের প্রয়োজন হয় সন্তানের ভালোবাসা ও স্নেহের। তাদের দেখভালই সুস্থ রাখে মা বাবাকে। কিন্তু এই সময়ে অনেক সন্তানই মা বাবাকে একা ফেলে নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তবে এবার মা বাবার দেখাশুনা না করলেই কাটা যাবে বেতন। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের আসামে।

আসামের বিধানসভায় এমন বিল পাস করা হয় সরকারি চাকরিজীবীদের জন্য। যেখানে বলা হয় সন্তানদের উপর নির্ভরশীল মা বাবাদের যত্ন না নিলেই কাটা হবে ১০ শতাংশ বেতন। কারণ অনেক সন্তানরাই তাদের দায়িত্ব এড়িয়ে যান এবং মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন।

এ বিষয়কে মাথায় রেখে এমন বিল করা হয়। আর সে মা বাবার যদি একাধিক সন্তান সরকারি চাকরি করে তবে সবার বেতন থেকেই এই অর্থ কাটা হবে।

কর্তৃপক্ষ শাস্তির সিদ্ধান্ত নেয়ার পর সন্তানদের বিষয়টি জানাবেন। এতে তিনি বা ওই বাবা-মা সন্তুষ্ট না হলে সরকারের মনোনীত কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। এতেও সন্তুষ্ট না হলে প্রণাম কমিশনের কাছে যাওয়ার সুযোগ রয়েছে। এ বছরের ২ অক্টোবর থেকে এটি কার্যকর হবে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত