ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

প্রেসক্লাবে গোলাম সারওয়ারকে শ্রদ্ধা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৩৮

প্রেসক্লাবে গোলাম সারওয়ারকে শ্রদ্ধা

সমকাল সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক গোলাম সারওয়ারকে জাতীয় প্রেসক্লাবে সশস্ত্র সালামের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে এই শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি প্রেসক্লাবে জোহরের নামাজের পর তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পর রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন ও তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

এছাড়া শ্রদ্ধা জানান তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইন এবং প্রতিমন্ত্রী তারানা হালিম, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম, সম্পাদক পরিষদের পক্ষ থেকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের (একাংশ) সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ; বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের (একাংশ) সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএনপির পক্ষে ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আজকে উনার মতো অভিভাবক হারালাম। এই ক্ষতি অপূরণীয়।’

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘আজকে কিছু বলতে চাই না। শ্রদ্ধা জানাতে চাই। তিনি এভাবে চলে যাবেন আমরা ভাবিনি। তিনি চলে যাওয়ার পর আমরা বুঝলাম তিনি কি ছিলেন। সত্য সুন্দর সাংবাদিকতার উদাহরণ হিসেবে তিনি আমাদের সামনে ছিলেন। আমরা সবাই গর্বিত এমন একজন সাংবাদিক বাংলাদেশে জন্মেছিলেন।’

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘শুধু জাতীয় প্রেসক্লাব নয়, শুধু সমকাল নয় সবাই আজ শোকাহত। জাতীয় প্রেসক্লাব তাকে ছাড়া কল্পনা করা যায় না। তার পরামর্শ সহযোগিতা সব সময় পেয়ে আসছি। আমরা গভীরভাবে বেদনাক্রান্ত। শুধু প্রেসক্লাব নয় সাংবাদিক সমাজ দীর্ঘদিন তার অভাব অনুভব করবে।’

বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, ‘তার সঙ্গে আমার পরিচয় মুক্তিযুদ্ধের আগে। অনেকগুলো গুণাবলীর মধ্যে তিনি একজন সাংবাদিক, তিনি একজন মুক্তিযোদ্ধা। তার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন আরো শক্তিশালী হয় এই প্রত্যাশা।’

বিএফইউজের সভাপতি মোল্লা জালাল বলেন, ‘তিনি এমন একজন সম্পাদক যিনি কখনো সাংবাদিকদের দাবি কখনও ফিরিয়ে দিতেন না।’

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ব‌লেন, ‘সকল সম্পাদকের পক্ষ থেকে সারওয়ার ভাইয়ের চলে যাওয়া গভীর শোক প্রকাশ করছি। আমরা যখন সম্পাদক পরিষদ যখন গঠন করেছি উদ্যোগটা তিনি নিয়েছিলেন। আমরা জোর করে তাকে সভাপতির পদটি দিয়েছিলাম। কারণ আমরা জানতাম তার সুযোগ্য নেতৃত্বেই এই সংগঠনটি দাঁড় করানো সম্ভব।’

প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আমরা জানি সারওয়ার ভাই কি ছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।’

গোলাম সারওয়ারের বড় ছেলে গোলাম শাহরিয়ার রঞ্জু বলেন, ‘আমার বাবা বেঁচে থাকবেন, বেঁচে আছেন। আপনারা সবাই আমার বাবার ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।’

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত