ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

যৌন নিপীড়ন: সিবিএস টিভি প্রধানের পদত্যাগ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৩

যৌন নিপীড়ন: সিবিএস টিভি প্রধানের পদত্যাগ

যৌন নিপীড়নের নতুন অভিযোগ সামনে আসার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনের প্রধান লেস মুনভেস। খবর বিবিসি'র।

বিবিসি জানায়, গত জুলাইয়ে নিউ ইয়র্কার ম্যাগাজিনে লেস মুনভেসের বিরুদ্ধে ছয় নারীর অভিযোগ প্রকাশিত হয়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে সিবিএস কর্তৃপক্ষ। রোববার নতুন করে আরও ছয় নারী মুখ খোলার পর তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ৬৮ বছর বয়সী মুনভেস। রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, এমন সব ‘মিথ্যা অভিযোগ’ তার বিরুদ্ধে আনা হয়েছে, যা তার ব্যক্তিজীবনের সঙ্গে যায় না।

অবশ্য তিনি ও সিবিএস টেলিভিশন ‘মি টু’ মুভমেন্টে দুই কোটি ডলার চাঁদা দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

রোববার সিবিএস টেলিভিশনের এক বিবৃতিতে বলা হয়, লেস মুনভেস কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে সরে যাচ্ছেন এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তার বদলে সিবিএসের প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সিইও হিসেবে আসছেন জোসেফ ল্যানিয়েলো।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত