ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ভারত হয়ে ঢাকায় ১০৭ কেজি 'খাট'

ভারত হয়ে ঢাকায় ১০৭ কেজি 'খাট'

আবারও গ্রিন টি নামে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়া পল্টনের ঠিকানায় ১০৭ কেজি নতুন মাদক ‘খাট’ এসেছে রাজধানীতে। ‘খাট’ নামের এই মাদকদ্রব্য জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই’র সহায়তায় বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকা থেকে এই মাদক জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন।

নজরুল ইসলাম সিকদার বলেন,‘গ্রিন টি’র নামে ছয়টি কার্টনে ১০৭ কেজি 'খাট' জব্দ করা হয়েছে। এসব মাদকের বাজার মূল্য আনুমানিক ১৬ লাখ টাকা। চালানটি ইথুইপিয়া থেকে ভারতের মুম্বাই হয়ে বাংলাদেশে প্রবেশ করে।

তিনি আরো বলেন, রাজধানীর নয়া পল্টনের একটি প্রতিষ্ঠানের নামে মাদকটি আসে। যার নামে আসে তার নাম মাহবুবুল রহমান, তার ঠিকানা ও মোবাইল নাম্বার প্যাকেটে লেখা আছে। আমরা এই চালানের সাথে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

  • সর্বশেষ
  • পঠিত