ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

নিষিদ্ধ হচ্ছে ‘খাট’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৮, ১৫:০৬

নিষিদ্ধ হচ্ছে  ‘খাট’

সম্প্রতি ‘গ্রিন টি’ নামে আমদানি হওয়া নতুন মাদক ‘খাট’ বা ‘এনপিএস’কে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি।

বুধবার রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা বলেছেন সংস্থার মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ।

খাট একটি ভয়াবহ মাদক। বিশ্বব্যাপী মাদকের তালিকায় এনপিএস বা খাটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশে একে নিষিদ্ধ ঘোষণা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব আমরা ইতমধ্যে পাঠিয়েছি। কিছুদিনের মধ্যেই খাটকে নিষিদ্ধ ঘোষণা করবে সরকার।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ ‘গ্রিন টি’ নামে কয়েক হাজার কেজি আমদানি করা হয় নতুন মাদক খাট। যার বেশ কয়েকটি চালান জব্দ করতে সক্ষম হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

এনএসএস/

  • সর্বশেষ
  • পঠিত