ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

২০৫০ সালে ২ মিলিয়ন প্রবীণ থাকবে বাংলাদেশে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:০৯

২০৫০ সালে ২ মিলিয়ন প্রবীণ থাকবে বাংলাদেশে

যেভাবে মানুষের আয়ু বাড়ছে তাতে প্রবীণদের সংখ্যা আগামী ২০৫০ সালে ২০ থেকে ২২ শতাংশে পৌঁছাবে। সে হিসাবে বাংলাদেশে প্রায় ২ মিলিয়ন প্রবীণ থাকবেন। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্রবীণ অধিকার সুরক্ষায় করণীয় : আন্তঃপ্রজন্ম সমন্বয়’ শীর্ষক সেমিনারে এমন তথ্য উঠে আসে।

সেমিনার থেকে প্রবীণদের অধিকার ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান বলেন, সরকারের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে বলেই এখন প্রবীণরা ভাতা পাচ্ছেন। তবে তাদের অধিকার বাস্তবায়নে এখনো ঘাটতি রয়েছে। আর এর জন্য দায়ী বিচারহীনতা।

হেল্প এইচ ইন্টারন্যাশনালের কান্টি ডিরেক্টর বারেয়া সুলতানা বলেন, আমাদের সমাজের ৬০ থেকে ৭০ বছরের প্রবীণদের কর্ম ক্ষমতা থাকলেও তাদের কর্ম অক্ষম মনে করা হয়। এ কারণে তাদের অলস সময় পার করতে হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ইউএনএফপিএ’র কান্টি ডিরেক্টর আসা বিত্তা টরকেলসন, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস, প্রবীণ হিতৈষী সংঘ প্রমুখ।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত