ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

পথে পথে মা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০১৮, ১৩:১১  
আপডেট :
 ১০ নভেম্বর ২০১৮, ১৩:৩১

পথে পথে মা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পথ চলছে এক মা, দিনরাত কচ্ছপ গতিতে বছরের পর বছর। মহিলাটির সাথে রাস্তার কঙ্করও কাঁদে গড়াগড়ি দিয়ে।

সামনে সংসদ নির্বাচন। নির্বাচনের হাওয়ায় কোটি টাকা উড়বে। উড়বে জনসেবার প্রতিশ্রুতির ঢেউ। কেউ অাছে কী? মহিলাটির দায়িত্ব নিয়ে যিনি শুরু করবেন, নির্বাচনী প্রচারনা।

গাড়িতে তুলে দিতে চাইলে উঠে না, খেতে দিলে খায় না, টাকাও নেয় না। চুপে চুপে কী যেনো জপে অার কাঁদে। প্রশ্ন করলে কী উত্তর দিলো বোঝা যায় না।

তার বাড়িঘর কোথায়, কেনো তার এ অবস্থা? কেউ তা জানে না। ছবি তুলতে চাইলে বিরক্তিবোধ করে। মহিলাটির বয়স হয়েছে। এভাবে চলার শক্তি তার কাছে নেই। তবু চলছে মনের জোরে, পেছনের বস্তাটি টেনেটেনে।

দেশে ১৮ কোটি মানুষ। বৃদ্ধাশ্রমও অাছে অনেক। কেউ হাত বাড়ালে মানবতার জয় হবে।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত