ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাটে বেসরকারী সংস্থার উদ্যোগে বয়স্ক ভাতা প্রদান

  জেলা প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৭, ১৭:৩২  
আপডেট :
 ২৬ অক্টোবর ২০১৭, ১৭:৩২

জয়পুরহাটে বেসরকারী সংস্থার উদ্যোগে বয়স্ক ভাতা প্রদান

প্রবীণ জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় জয়পুরহাটের স্থানীয় বেসরকারী সংস্থার উদ্যোগে অসহায়, দরিদ্র, প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ২৫ অক্টোবর বুধবার বিকেলে পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা প্রদান অনুষ্ঠানে পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোকাম্মেল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, সংস্থার সভাপতি রোকসানা চৌধুরী, সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা, উপ-পরিচালক শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা, সংস্থার মনিটরিং অফিসার এরশাদুল কবির, ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, প্রবীণ সদস্য মোজাম্মেল হক প্রমুখ।

সভায় অত্র ইউপির বাছাইকৃত প্রকৃত দুস্থ ৩৫ জন নারী ও ৪০ জন পুরুষের মাঝে প্রথম কিস্তি প্রতিজন ৬শ’ টাকা করে মোট ৯০ হাজার নগদ টাকা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পঠিত