ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যুক্তফ্রন্ট: রব

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪১

কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যুক্তফ্রন্ট: রব

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তফ্রন্টের শীর্ষ নেতা ও জেএসডি'র সভাপতি আ.স.ম আবদুর রব।

বৃহস্পতিবার ফ্রন্টের শরিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণ-সংস্কৃতি দলের সভাপতি এস.আল-মামুন প্রমুখ।

এসময় জেএসডি সভাপতি আ.স.ম রব বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শহীদ বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র আজও প্রতিষ্ঠিত হয়নি। রাষ্ট্র ও সমাজ আজও আমাদের বুদ্ধিজীবীদের যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে নাই।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের কাঙ্খিত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই যুক্তফ্রন্ট।

এসময় বুদ্ধিজীবী দিবসে মিছিল সহকারে নেতা-কর্মীরা স্মৃতিসৌধে প্রবেশ করেন।

/এসবি/

  • সর্বশেষ
  • পঠিত