ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল ছাত্রদল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৫৮

অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছিল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তারা ভাস্কর্যটি ঢেকে দিলেও ৯টার আগেই সেই কাপড় আর দেখা যায়নি। প্রশাসন বলছে, তাদের কাছে এধরনের কোনও তথ্য নেই।

গত ২৫ জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের তারিখ হওয়ার পর থেকে বিএনপির ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা কর্মসূচি পালনের চেষ্টা করেছে। তবে তারা যেন ঢুকতে না পারে সে জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নজরদারিও করেছে। মাঝে ছাত্রদল ঢুকতে পারে-এমন ঘোষণায় ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে ছাত্রলীগের নেতা-কর্মীরা পাহারাও বসিয়েছিল। এর মধ্যেই ছাত্রদলের ক্যাম্পাসে ঢুকে কলাভবনের সামনে অবস্থিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্যটিতে কালো কাপড় টাঙিয়ে দেয়ার ঘটনায় আলোচনা তৈরি হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি আলমগীর হাসান বলেন, ‘মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে কারারুদ্ধ করেছে অবৈধ সরকার। দেশের জনগণ এই রায় ঘৃণাসহ প্রত্যাখ্যান করেছে। এর প্রতিবাদ আমরা এভাবে জানিয়েছি। আমরা দেখাতে চেয়েছি বিচার বিভাগের স্বাধীনতা নেতা।’

এই ছাত্রদল নেতা বলেন, ‘বিএনপি চেয়ারপারসন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে সরকার তাকে কারারুদ্ধ করেছে।’

এখনতো কাপড় দেখা যাচ্ছে না, জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘হয়তো প্রশাসন খুলে ফেলছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বলেন, ‘এই বিষয়ে আমি জানি না। খোঁজ নিয়ে জেনেছি, অপরাজেয় বাংলার মুখে এখন কালো কাপড় নেই।’ কাপড় সরিয়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কে কাপড় সরিয়েছে, তাও আমরা জানি না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে— অপরাজেয় বাংলা। বিশিষ্ট ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ মুক্তিযুদ্ধে ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণের দৃশ্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই ভাস্কর্যের মাধ্যমে। ফার্স্টএইড বক্স হাতে সেবিকা, সময়ের প্রয়োজনে রাইফেল কাঁধে তুলে নেওয়া গ্রামের টগবগে তরুণ এবং দু’হাতে রাইফেল ধরা আরেক শহুরে মুক্তিযোদ্ধা। নির্মাণের পর থেকে অপরাজেয় বাংলার পাদদেশে যে কোনও অন্যায়-অবিচারের প্রতিবাদে সভা করে আসছে ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠন।

/এসকে/

  • সর্বশেষ
  • পঠিত