ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

বিদেশিদের কাছে নয়, যেতে হবে উচ্চ আদালতে: পররাষ্ট্রমন্ত্রী

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৫

বিদেশিদের কাছে নয়, যেতে হবে উচ্চ আদালতে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বিদেশিদের কাছে ধর্না দিয়ে সাড়া পাচ্ছে না বিএনপি। কারণ যারা এতিমদের টাকা আত্মসাৎ করে তাদের কেউ প্রশ্রয় দেবে না।

বিএনপিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, বিদেশিদের কাছে নয়, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে হবে।

মঙ্গলবার সকালে দিনাজপুরের চিরিরবন্দরে সেতু উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদার জিয়ার বিরুদ্ধে মামলা করেছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। এখানে সরকারের কোন দোষ নেই। সরকারের দোষারোপ করে লাভ নেই। আর এতিমদের টাকা আত্মসাৎ করেছে বিচারে প্রমাণ হয়েই তার সাজা হয়েছে।

বর্তমান সরকারের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য, উন্নয়নের জন্য আর বিএনপি লুটপাট ও এতিমদের টাকা আত্মসাৎ করে যা আজ প্রমাণিত।

এ সময় হুইপ ইকবালুর রহিম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মেজবাহুল হোসেন, উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এস/এ/জে

  • সর্বশেষ
  • পঠিত