ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

নতুন মডেলে গড়া হবে ছাত্রলীগকে: কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৫:০৫  
আপডেট :
 ২০ এপ্রিল ২০১৮, ১৭:২০

নতুন মডেলে গড়া হবে ছাত্রলীগকে: কাদের

দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ।

শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির ‘দেশরত্ম-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ’ শীর্ষক সেমিনারে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগে মাঝে মাঝে কিছু এমব্রেসিং (বিব্রবতকর) ব্যাপার ঘটে। এব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ছাত্রলীগ হোক কিংবা আওয়ামী লীগ হোক, আমাদের যে কোনো সংগঠনে, অপরাধ করে কেউ পার পেয়ে যেতে পারে না। আমাদের নেত্রী শেখ হাসিনা এব্যাপারে কোনো ছাড় দেন না।

কাদের বলেন, ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। ছাত্রলীগের সম্মেলন আগামী মাসে। সেখানে ছাত্রলীগকে স্টাকচারালি লিডারশিপে এবং ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর একটা নির্দেশনা আমাদের নেত্রীর আছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রশ্নে রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন বিএনপি নেতাদের এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই দায়িত্বটা তো ফখরুল সাহেব নিজেও নিতে পারেন? সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন। তারা নিজেরাই তো ঠিক নেই। কখনো বলে সহায়ক সরকার, কখনো বলে তত্ত্বাবধায়ক সরকার।

এবিষয়ে কাদের বলেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, নির্বাচনের আর পাঁচ-ছয় মাস পরেই শিডিউল হবে। এখন আমাদের সামনে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ফখরুল সাহেব এসসময় বাম রাজনীতি করতেন উল্লেখ করে বলেন, আপনি যে গণঅভ্যুত্থানের কথা প্রতিদিন বলছেন, বারবার বলছেন। মওদুদ সাহেবও বলছেন। অভ্যুত্থান যখন হয় তখন মওদুদ সাহেব দেশে থাকেন না, কখনো ছিলেন না। আর বাম রাজনীতি যারা করেন তারা ভাল করেই যানেন, আন্দোলনের সাবজেক্টটিভ প্রিপারেশন লাগে, অবজেক্টটিভ কনডিশন লাগে। বামপন্থীরা এটা ভাল করে চর্চা করেন।

দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিক উজ জামান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ প্রমুখ।সেমিনার পরিচালনা করেন উপ-কমিটির সদস্য এবং আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এসএস

আরও পড়ুন :

লন্ডন ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় হতাশ বিএনপি: কাদের

আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না: কাদের

  • সর্বশেষ
  • পঠিত