ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

জামায়াতে ইসলামীকে ‘এনজিও’ বলল যুক্তরাষ্ট্র

জামায়াতে ইসলামীকে ‘এনজিও’ বলল যুক্তরাষ্ট্র

একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে ‘এনজিও’ হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, ‘এক সময়ের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এনজিও হিসেবে ঘরোয়া বৈঠকের অনুমতি চেয়েও পায়নি।’

বিশ্বের বিভিন্ন দেশে ২০১৭ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয় শুক্রবার। প্রতিবেদনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বলা হয়েছে, ‘শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করার অধিকার বাংলাদেশের আইনে থাকলেও সরকার তা সীমিত করেছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হচ্ছে।’

প্রতিবেদনে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে বলা হয়েছে, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম খুবই সরব। তারা তাদের মতামত নিঃসংকোচে প্রকাশ করতে পারছে। তবে যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করছে তারা নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

জেডএইচ/

  • সর্বশেষ
  • পঠিত