ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মঞ্জুর ১৯ দফা ইশতেহার ঘোষণা

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:১৩

মঞ্জুর ১৯ দফা ইশতেহার ঘোষণা

খুলনা মহানগরে নাগরিক শাসন প্রতিষ্ঠাকে প্রাধান্য ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

তার ইশতেহারে অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে- নাগরিক পরিকল্পনার প্রবর্তন, নাগরিক মর্যাদা ও সম্মান সংরক্ষণ এবং গুণীজন সম্মাননা, জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় খুলনাকে সহনশীল শহর হিসেবে গড়ে তোলা, ক্রীড়া বিনোদন ও শরীর চর্চার সুযোগ সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সংরক্ষণ, শিশু-বয়স্ক ও প্রতিবন্ধী সহায়ক পরিকল্পনা, ভেজালমুক্ত বিশুদ্ধ খাদ্য সরবরাহ, মহানগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খালিশপুর শিল্পাঞ্চল পুনরুজ্জীবনের পদক্ষেপ এবং শিল্প-কলকারখানা স্থাপনে সহযোগিতা প্রদান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়, সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্তুজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান প্রমুখ।

এর আগে বুধবার জলাবদ্ধতামুক্ত আধুনিক পরিচ্ছন্ন নগর গড়তে এবং সর্বাধিক নাগরিক সুবিধা ও সেবার লক্ষ্যে ৩১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এসআইএস/

  • সর্বশেষ
  • পঠিত