ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

‘সিনহার উপস্থিতিতে বঙ্গভবনে কি করছিলেন কাদের?’

‘সিনহার উপস্থিতিতে বঙ্গভবনে কি করছিলেন কাদের?’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বঙ্গভবনে থাকার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কীভাবে সেখানে যান সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক হতেই পারে, কিন্তু একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক কীভাবে সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন?

রিজভী বলেন, এটি রায়ে পরিবর্তন আনতে চাপ দেয়া হচ্ছে বলে জনগণের মনে সংশয় সৃষ্টি হয়েছে। এটি বিচার বিভাগের স্বাধীনতার ওপর নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ।

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় প্রকাশের পর উদ্ভুত পরিস্থিতিতে শনিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের অবস্থান জানাতে এই বৈঠক হয় বলে জানিয়েছেন তিনি।

সোমবার ওবায়দুল কাদের দলের অবস্থান জানাতে কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে। তিনি যখন বঙ্গভবনে যান, তখন সেখানে ছিলেন প্রধান বিচারপতিও।

বৈঠক থেকে বের হয়ে ওবায়দুল কাদের জানান, রাষ্ট্রপতির সঙ্গে কথা হলেও প্রধান বিচারপতির সঙ্গে সেদিন তার কোনো কথা হয়নি।

  • সর্বশেষ
  • পঠিত