ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

‘ধানের শীষে ধান নেই, চিটা ছাড়া’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৭:০৪  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০১৮, ২০:৩০

‘ধানের শীষে ধান নেই, চিটা ছাড়া’

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিএনপি’র সঙ্গে ঐক্য করায় তাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি নৌকা থেকে নেমে ধানের শীষের মুঠো ধরেছেন, যে ধানের শীষে ধান নেই, চিটা ছাড়া।’

রোববার মাদারীপুরের শিবচরে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ড. কামালও কালো টাকা সাদা করেছেন, খালেদাও করেছেন। তারা আজকে জোট করেছে। রতনে রতন চেনে, শেয়ালে চেনে কচু।

বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘জামায়াত-বিএনপি এক জোট। ওরা যখনই সুযোগ পায়, মানুষকে হত্যা করে, গুম করে। শুধু মানুষ হত্যা না, বিএনপির আমলে বাংলাদেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কোকো-তারেক (খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো) মানি লন্ডারিং করতে গিয়ে আমেরিকায় ধরা পড়েছে। যারা মানুষ পুড়িয়ে মারে, যারা অগ্নিসন্ত্রাস করে, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সঙ্গে (ড. কামাল হোসেন) ঐক্য করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, মানুষ ২০০৮ সালে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে। ২০১৪ সালের নির্বাচনেও তারা (বিএনপি-জামায়াত) মানুষ মেরেছে। কিন্তু মানুষ আবার ভোট দিয়েছে নৌকা মার্কায়। কারণ মানুষ জানে, নৌকা মার্কা মানে উন্নয়ন, নৌকা মার্কা মানে মানুষের ভালো থাকা। আওয়ামী লীগই এই দেশের উন্নয়ন করেছে, দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। তাই মানুষ আবারও নৌকায় ভোট দেবে।

শেখ হাসিনা বলেছেন, খুচরা আধুলিরা সব ঐক্য করেছে। তবে ঐক্যের সঙ্গে নেতারা কেউ দেশের উন্নয়ন চোখে দেখতে পান না।

ড. কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী বলে মনে করেন। আদতে খুচরা আধুলীরা সব ঐক্য করেছে। তিনি জঙ্গিবাদের কথা বলেন অথচ তিনি গিয়ে জোট করলেন জঙ্গিবাদের মদদদাতা জামায়াত-বিএনপির সঙ্গে।

ড. কামাল হোসেন ‘মরা গাঙে’ যোগ দিয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মান্না (নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না), রব (জেএসডি সভাপতি আ স ম আবদুর রব)— তাদের সঙ্গে ঐক্য করেছেন। তারা কী করতে পারবেন? তারা কী করতে চান? বাংলাদেশের উন্নয়ন তারা চোখে দেখেন না

  • সর্বশেষ
  • পঠিত