ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে নারীরা

  তৌফিক ওরিন

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১৬:৪৯  
আপডেট :
 ২০ অক্টোবর ২০১৮, ১৬:৫৮

আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে নারীরা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি দু'মাসের একটু বেশি। তবে বিভিন্ন জোট-মহাজোটের হিসাব-নিকাশে এখনো চুড়ান্ত হয়নি কোন দলের মনোনয়ন প্রক্রিয়া। ফলে মনোনয়ন পেতে লড়াই চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। সেই দৌড়ে পুরুষদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নারী মনোনয়ন প্রত্যাশীদের তালিকা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ বাড়িয়েছেন নারী মনোনয়ন প্রত্যাশীরা। সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য তুলে ধরে বাড়ি বাড়ি হাজির হচ্ছেন তারা। একই সাথে জনস্পৃক্ততা বাড়াতে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে যোগদান করছেন। যোগাযোগ বাড়িয়েছেন দলের নীতিনির্ধারণী পর্যায়েও।

আওয়ামী লীগের নীতি নির্ধারনী সূত্রে জানা গেছে মূল দল আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা শ্রমিক লীগের শীর্ষপদে আছেন এমন অনেক নেত্রী এবার দলীয় মনোনয়নে গুরুত্ব পাবেন। এ ছাড়া চলতি সংসদের সংরক্ষিত আসনের সদস্য, সাবেক এমপি, তারকা, বিভিন্ন সাংস্কৃতিক এবং অন্যান্য পেশাজীবীর মধ্য থেকে প্রার্থী খুঁজছেন ক্ষমতাসীনরা।

জাতীয় সংসদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মোট আসন আছে ৩৫০টি। এর মধ্যে ৩০০ আসনে সরাসরি নির্বাচনে সদস্য নির্বাচিত হন। বর্তমান সংসদে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে নারী সংসদ সদস্য আছেন ২২ জন। এর মধ্যে ১৯ জনই আওয়ামী লীগের। সংরক্ষিত ৫০ আসনের মধ্যে আওয়ামী লীগের সদস্য ৪২ জন।

নির্বাচন কমিশনের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) ২০২০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী কোটা পূর্ণ করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। আরপিওর ৯০-এর খ-এর খ(২) অনুচ্ছেদে কেন্দ্রীয় কমিটিসহ রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে অন্তত ৩৩ শতাংশ পদ নারী সদস্যদের জন্য সংরক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং এ লক্ষ্যমাত্রা অর্জনে পর্যায়ক্রমে ২০২০ সাল পর্যন্ত সময় বেঁধে দেয়া আছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ১৪ জন নারী রয়েছেন, যার মধ্যে ৮ জন (একজন সংরক্ষিত) সংসদ সদস্য। আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে নারী ১৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজন নারী এমপি রয়েছেন। আওয়ামী লীগের সরাসরি নির্বাচিত সংসদ সদস্যরা হলেন গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুর-৬ আসনে ড. শিরীন শারমিন চৌধুরী, ফরিদপুর-২ আসনে সৈয়দা সাজেদা চৌধুরী, শেরপুর-২ আসনে আসনে মতিয়া চৌধুরী, ঢাকা-১৮ আসনে অ্যাডভোকেট সাহারা খাতুন, চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনি, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, যশোর-৬ আসনে ইসমত আরা সাদেক, বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার, বরিশাল-৫ আসনে বেগম জেবুন্নেছা আফরোজ, মানিকগঞ্জ-২ আসনে মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন, গাজীপুর-৪ আসনে সিমিন হোসেন রিমি, গাজীপুর-৫ আসনে মেহের আফরোজ, মৌলভীবাজার-৩ আসনে সৈয়দা সায়রা মহসীন, মুন্সীগঞ্জ-২ আসনে সাগুফতা ইয়াসমিন এমিলি, নোয়াখালী-৬ আসনে আয়েশা ফেরদাউস, নেত্রকোনা-৪ আসনে রেবেকা মোমিন, সুনামগঞ্জ-২ আসনে জয়া সেনগুপ্তা, খুলনা-৩ আসনে মন্নুজান সুফিয়ান সরাসরি নির্বাচিত হয়েছেন। এসব এমপির অধিকাংশই ফের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইবেন বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে।

জানা যায়, এবারের নির্বাচনে দশম সংসদে সরাসরি এবং সংরক্ষিত আসনের নারী এমপিদের অনেকেই মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন। তাছাড়া নির্বাচন কমিশনের আরপিও বাস্তবায়নের ক্ষেত্রে অনেক আসনে পুরুষ প্রার্থীরস্থলে নারী প্রার্থী আসতে পারেন।

সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশা করছেন বেশিরভাগ সংরক্ষিত মহিলা সাংসদরা। এদের মধ্যে টাঙ্গাইল ৬ আসন থেকে মনোনয়ন চাইবেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, মুন্সীগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের নারীবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, ঢাকা-১৪ আসনে যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবিনা আক্তার তুহিন, চুয়াডাঙ্গা-১ আসনে মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, বরগুনা-২ আসনে সহ-সভাপতি নাসিমা ফেরদৌসী, চাঁদপুর-৫ আসনে অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, নড়াইল-১ আসনে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পি, শরীয়তপুর-৩ আসনে সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাভানা আক্তার, ঠাকুরগাঁও-৩ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জামালপুর-২ আসনে মাহজাবিন খালেদ বেবী এবং চট্টগ্রাম-১৩ আসনে ওয়াসিকা আয়েশা খান।

এ বিষয়ে জানতে চাইলে সাবিনা আক্তার তুহিন বাংলাদেশ জার্নালকে বলেন, দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, ২১ দিনের শিশুপুত্রকে বাড়িতে রেখে জেল খেটেছি। জনগনের সুখে-দুঃখে পাশে দাড়িয়েছি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে জনগণের সর্বোচ্চ সেবা দিতে দিন রাত পরিশ্রম করেছি। তাঁরা চায় আমি যেন নির্বাচন করি। মনোনয়ন দেয়া না দেয়া নেত্রীর বিষয়। তিনি যাকেই মনোনয়ন দেবেন আমি তাঁর জন্য কাজ করব।

এদিকে মনোনয়ন দৌড়ে পিছিয়ে নেই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং তারকা প্রার্থীরা। তারাও নিজ নিজ আসনে নৌকার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে নিজের জন্য দোয়া চাচ্ছেন। তাদের মধ্যে লক্ষ্মীপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও সাবেক সংরক্ষিত মহিলা এমপি ফরিদুন্নাহার লাইলী, জামালপুর-৫ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, কক্সবাজার-১ আসনে মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুন, ঢাকা-১৫ আসন থেকে সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রীক, ফেনী ৩ আসনে অভিনেত্রী রোকেয়া প্রাচী, কুষ্টিয়া ৪ আসনে সাবেক এমপি সুলতানা তরুণ, নীলফামারী-৩ আসনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, মানিকগঞ্জ-১ আসনে নায়িকা অরুণা বিশ্বাস, নোয়াখালী-১ নাট্যাভিনেত্রী শমী কায়সার, নেত্রকোনা-৩ আসনে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, নাটোর ৪ আসনে সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা-১৭ আসনে সাবেক এমপি ও চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, কুড়িগ্রাম-৩ আসনে মতি শিউলী মনোনয়ন প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, নারীর যেটুকু ক্ষমতায়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। আমরা নারীদের নেতৃত্বে আনতে আরও বেশি উৎসাহিত করছি। বর্তমান সংসদে অনেক নারী জনপ্রতিনিধি আছেন। আগামী নির্বাচনে আরও অধিকসংখ্যক নারী প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ। অনেকের নামই প্রস্তাব আকারে এসেছে। এখান থেকে জনপ্রিয় নারীদের মনোনয়ন দেবেন আওয়ামী লীগ সভাপতি।

  • সর্বশেষ
  • পঠিত