ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ মঙ্গলবার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৮, ১৮:৫২

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপ মঙ্গলবার

বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দল সংলাপে বসবে আগামী মঙ্গলবার (৬ নভেম্বর)। রোববার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোট জানিয়েছিল, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচনের জন্য গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে তারা সরকারের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী। তবে এজন্য সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি দেবে না। তবে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হয়েছিলো।

তাদের মতে, দেশে এখনও অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সরকারের পদত্যাগ করে সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো, নির্বাচনের আগে সেনা মোতায়েনসহ সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করণীয় তা করার জন্য সরকারের কাছে দাবি তুলে ধরতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে আগ্রহী বাম গণতান্ত্রিক জোট।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত