ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

তফসিলের আগে সংসদের বিলুপ্তি চায় বাম জোট

তফসিলের আগে সংসদের বিলুপ্তি চায় বাম জোট

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন ঘণ্টার সংলাপে অবাধ, গ্রহণযোগ্য ও ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনের স্বার্থে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। তফসিল ঘোষণার আগে সংসদ বিলুপ্ত করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠন ও ইভিএম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তারা।

মঙ্গলবার রাতে গণভবনে সংলাপ শেষে জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একথা জানিয়েছেন।

সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রী আমাদের বক্তব্য শুনেছেন। আমরা বলেছি, সরকারের সদিচ্ছা থাকলে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমস্যা সমাধান সম্ভব। তিনি বলেন, বর্তমান সংসদ এখনও বহাল আছে। তাই জনদাবি পূরণ করার জন্য সরকার সংসদ ডেকে প্রয়োজনে সাংবিধানে সংশোধনীও আনতে পারে।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সংলাপের ফল বোঝা যাবে বলে মন্তব্য করে সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন ‘আশা ও আশঙ্কা নিয়ে সংলাপ শেষ হয়েছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলনের অংশ হিসেবে আমরা সংলাপে অংশ নিয়েছি। নির্বাচন নিয়ে ৮ দফা, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে ৭ দফা জানিয়ে এসেছি। কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ৫টি বিষয় তুলে ধরেছি। এ দাবিগুলো এখন সরকার ভাববে। এগুলো নিয়ে আমরা জনমত তৈরির কাজ করবো। আমরা মনে করি, সংলাপের মধ্য দিয়ে সমাধান সম্ভব। সেক্ষেত্রে সরকারকে জনমতের গুরুত্ব দিতে হবে। অধিকাংশ ক্ষেত্রে সরকার অনড় অবস্থানে রয়েছে বলে মনে হয়েছে।’

  • সর্বশেষ
  • পঠিত