ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

তারেকের নির্দেশে ভাগ্য খুললো ৬ নেতার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৪:০৭

তারেকের নির্দেশে ভাগ্য খুললো ৬ নেতার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ছয় নেতাকে দলে ফেরালো বিএনপি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, সাবেক শিক্ষা সম্পাদক আলমগীর কবির, দলের সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুল রহমান, রেড ক্রিসেন্টের সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল জামাল এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এস এম সুলতান টিটুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর মধ্যে তানভীর আহমেদ সিদ্দিকীর দলে ফেরার বিষয়টি গতকাল রোববার রাতেই জানা যায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খানের বরাত দিয়ে এ নিয়ে বেশকিছু গণমাধ্যম খবরও প্রকাশ করে।

রিজভী আরো জানান, বহিষ্কার হওয়া ওই ছয় নেতা দলে ফিরতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আবেদন করেছিলেন। তার নির্দেশনক্রমে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হল।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত