ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

‘লাখ লাখ গ্রেপ্তার হলে, ১০২০ জনের তালিকা কেন’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৩:৩৬  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৮, ১৩:৪২

‘লাখ লাখ গ্রেপ্তার হলে, ১০২০ জনের তালিকা কেন’

বিএনপি লাখ লাখ রাজনৈতিক মামলার অভিযোগ তুলছে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে। তাদের অভিযোগ সত্য নয়, তারা প্রধানমন্ত্রীর কাছে মাত্র ১ হাজার ২০ জনের তালিকা দিয়েছে, তাহলে বাকিরা কোথায়। সোমবার (১২ নভেম্বর) রাতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক আলোচনায় তিনি একথা বলেন।

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুলী নওফেল বলেন , বিএনপি আগে থেকেই ভেতরে-ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছিলো। তাই নির্বাচনে আসার ঘোষণা দেয়ার সাথেই তারা প্রস্তুত। আর সময় ক্ষেপণের জন্যই নির্বাচন পেছানোর দাবি জানিয়ে আসছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাই বাংলাদেশে প্রথম বিদেশি পর্যবেক্ষক আনার দাবি জানাই। এখন আমাদের দেশ আগের মতো নেই, আমরা উন্নত হয়েছি, নিজেদের উপর নির্ভরতা অর্জন করেছি। বিদেশিরা অনুমোদন না দিলে আমরা রাজনীতি করবো না, এখন বাংলাদেশ সেই অবস্থানে নেই।

তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচনে না করার বিষয়ে কমিশন অনেকগুলো কারণ দেখিয়েছে, যেমন, পরীক্ষা, বিশ্বইজতেমা ইত্যাদি। এগুলো নির্বাচন কমিশনের ব্যাপার এখানে সরকারের কোনো বিষয় নেই। নির্বাচন কমিশনে সরকার হস্তক্ষেপ করে না।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে তাদের ১ বছর সময় লাগে। ১ বছর আগেথেকে প্রস্তুতি নিতে হয়। প্রস্তুতি না থাকায় ইউরোপিয় ইউনিয়ন বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারবেনা বলে কিছুদিন আগে জানিয়েছে। এখন বিএনপির কথামতো ইউরোপিয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে পারছেনা বলে আমরা নির্বাচন না করে বসে থাকবো এমন অবস্থায় বাংলাদেশ এখন নেই। বাংলাদেশ এখন আগের থেকে অনেক এগিয়ে গেছে।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত