ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

১৪ দ‌লের সা‌থে জোটগতভা‌বে নির্বাচন অসম্ভব নয়: মা‌হি

  ‌নিজস্ব প্র‌তি‌বেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:০৬  
আপডেট :
 ১৩ নভেম্বর ২০১৮, ১৬:২৮

১৪ দ‌লের সা‌থে জোটগতভা‌বে নির্বাচন অসম্ভব নয়: মা‌হি

১৪ দ‌লের সা‌থে জোটগতভা‌বে নির্বাচন করা অসম্ভব নয় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বিকল্পধারার সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব মা‌হি বি ধৌধুরী। মঙ্গলবার দুপু‌রে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে আওয়ামী লী‌গ সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দে‌রের সা‌থে এক রুদ্ধদ্বার বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবা‌বে এমন‌টি জানান।

১৪ দলগতভা‌বে নির্বাচ‌নে আস‌ছেন কিনা এমন প্র‌শ্নে জবা‌বে মা‌হি বি চৌধুরী ব‌লেন, আমরা ‌নির্বাচ‌নে আস‌ছি এটা নি‌শ্চিত। জোটগত নির্বাচন অসম্ভব নয়, এটুকুও বল‌বো। ত‌বে আনুষ্ঠা‌নিক আ‌লোচনার আ‌গে বিষয়গু‌লো অবশ্য এর বে‌শি খু‌লে বলা যা‌বে না। ত‌বে অানুষ্ঠা‌নিক আ‌লোচনার বিষ‌য়ে আজ‌কে আমরা আ‌লোচনা ক‌রে‌ছি। এবং শিগগিরি আনুষ্ঠা‌নিক আ‌লোচনা শুরু কর‌বে যুক্তফ্রন্ট এবং চৌদ্দ দল। এই সমস্ত বিষ‌য়ে আনুষ্ঠা‌নিক আ‌লোচনা যা‌তে শুরু হয়, তার প্র‌ক্রিয়া আজ‌কে থে‌কে শুরু।

আপনারা কিছু‌দিন বিএন‌পি ও ঐক্যফ্র‌ন্টের সা‌থে ছি‌লেন। কোন একটা ঝা‌মেলা হওয়া‌তে বের হ‌য়ে আস‌ছেন। আপনারা আওয়ামী লীগ বি‌রোধীও ছি‌লেন। কি কার‌ণে আপনারা চৌদ্দ দ‌লের সা‌থে যুক্ত হ‌চ্ছেন- সাংবা‌দিক‌দের এমন প্র‌শ্নের জবা‌বে মা‌হি ব‌লেন, বিকল্পধারা জ‌ন্মের পর থে‌কে আ‌ওয়ামী লী‌গের বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি, বিএন‌পির বিরু‌দ্ধেও রাজনী‌তি ক‌রে‌নি। আমরা বাংলা‌দে‌শের প‌ক্ষে রাজনী‌তি ক‌রে‌ছি। বিএন‌পির সা‌থে একসা‌থে ব‌সেছিলাম, আ‌লোচনা ক‌রে‌ছিলাম। আমরা মন থে‌কে আশা ক‌রে‌ছিলাম জিয়াউর রহমা‌নের দল হি‌সে‌বে তারা জামাত‌কে ছু‌ড়ে ফে‌লে দি‌তে পার‌বে। তা‌দের সা‌থে জামা‌তের যে আত্মার সম্পর্ক তৈ‌রি হ‌য়ে‌ছে সেখান থে‌কে তারা বে‌রি‌য়ে আসতে পারেনি, সেটা তা‌দের জন্য দুঃখজনক, বাংলা‌দে‌শের জন্য দুঃখজনক।

ওবায়দুল কা‌দে‌রের সা‌থে বৈঠক প্রস‌ঙ্গে তি‌নি ব‌লেন, আজ‌কে আমরা অনানুষ্ঠানিক আ‌লোচনা ক‌রে‌ছি। গত বেশ ক‌য়েক‌দিন ধ‌রে আমা‌দের দ‌লের মহাস‌চিব মান্নান সা‌হে‌বের সা‌থে ওবায়দুল কা‌দের সা‌হে‌বের বেশ ক‌য়েক বার আলাপ হ‌য়ে‌ছে। সেই আলোচনার প্রে‌ক্ষি‌তে আজ‌কে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে যে শ‌ক্তি ষড়যন্ত্র ক‌রছে, সেই সমস্ত বিরোধী শ‌ক্তির বিরু‌দ্ধে দেশ প্রে‌মিক একসা‌থে ক‌রে এক‌টি সুন্দর নির্বাচন যা‌তে করা যায়, অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, বাংলা‌দেশের প‌ক্ষের মানুষ যা‌তে বিজয় অর্জন ক‌রতে পা‌রে, সা‌র্বিক রাজনী‌তি নি‌য়ে আ‌লোচনা হ‌য়ে‌ছে।

‌তি‌নি ব‌লেন, চৌদ্দ দ‌লের সা‌থে আনুষ্ঠা‌নিক আ‌লোচনার ব্যাপ‌া‌রে আলাপ ক‌রে‌ছি এবং আমরা আশা কর‌ছি কিছু দি‌নের ম‌ধ্যেই আনুষ্ঠা‌নিক আ‌লোচনা শুরু হ‌তে পারে।

‌চৌদ্দ দ‌লে আস‌বেন কিনা এমন প্র‌শ্নের উত্ত‌রে তি‌নি ব‌লেন, আমরা চৌদ্দ দ‌লে আসছি না, আমরা মহাজো‌টের বিষ‌য়ে আ‌লোচনা ক‌রে‌ছি।

এর আ‌গে বিকল্পধারা বাংলাদেশ মহাসচিব মেজর আব্দুল মান্নানের নেতৃত্বে ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, জকল্যাণ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ইকবাল হোসেন অপুর সাথে বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

বাংলাদেশ জার্নাল/ আরএ

  • সর্বশেষ
  • পঠিত