ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

২০ দলের কাছে দুই আসন চায় লেবার পার্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৭:০৫

২০ দলের কাছে দুই আসন চায় লেবার পার্টি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে অংশ নিতে ২০ দলীয় জোটের কাছে ২টি আসনের দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। বুধবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খানের কাছে মনোনয়নপত্র জমা দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

আসন দুটি হলো পিরোজপুর-২ (ভান্ডারিয়া কাউখালী জিয়ানগর) মোস্তাফিজুর রহমান ইরান এবং বরগুনা-২ (পাথরঘাটা বেতাগী বামনা) আসনে সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক রহমান।

এসময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভাইস চেয়ারম্যান ও পিরোজপুর জেলা সভাপতি আমিনুল ইসলাম আমিন, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির, আন্তর্জাতিক সম্পাদক খোন্দকার মিরাজুল ইসলাম, অর্থসম্পাদক অ্যাডভোকেট আল আমিন, রাজশাহী মহানগর সভাপতি মেজবাউল ইসলাম সজিব, দপ্তর সম্পাদক আমানুল্লাহ মহব্বত, ধর্ম সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, ছাত্র মিশনের সহ-সভাপতি নাসরুল্লাহ তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ মো. মিলন প্রমুখসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত