ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

জবির তিন ছাত্রলীগ কর্মী সাময়িক বহিষ্কার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৭

জবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পূর্তি অনুষ্ঠানে আয়োজিত কনসার্ট পর্বে এক গাড়ি চালককে মারধর করায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগ তিন কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল-সাদিক, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৬- ১৭ শিক্ষাবর্ষের মো. আশিকুর রহমান আশিক।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী অহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে সমাজ বিজ্ঞান অনুষদ মাঠে আয়োজিত কনসার্ট পর্বে হট্টগোল ও দু’পক্ষের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর গত ৫ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে অতর্কিত হামলা চালিয়ে রাব্বি মিয়া নামক এক গাড়িচালকে গুরুতর আহত করা হয়।

পরে হামলার বিষয়টি আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির তদন্তে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত