ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বেবী নাজনীনকে ছেড়ে দিলো পুলিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ২০:৫৮  
আপডেট :
 ১৫ নভেম্বর ২০১৮, ২১:২৬

বেবী নাজনীনকে ছেড়ে দিলো পুলিশ

বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। অপরদিকে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলাদেশ জার্নালকে বলেন, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হলে রাত ৮টার দিকে তাদের আটক করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব মতিঝিল জোনের এসি আতিক বলেন, নিপুন রায়কে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলেনে বেবী নাজনীন ও নিপুন রায় চৌধুরী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলেনে রিজভী বলেন, গতকাল নয়াপল্টনে পুলিশের গাড়ি পোড়ানো মামলায় নিপুন রায় চৌধুরীসহ দলের অনেককে আসামি করা হয়েছে।

এর আগে বুধবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া কার্যালয়ের পাশে থাকা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে ও গ্রেফতার করা হয়েছে ৬৮ জনকে।

মামলা সূত্রে জানা গেছে, একটি মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি নিপুণ রায় চৌধুরী

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত