ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চাঁদে‌ও মিলবে ফোরজি নেটওয়ার্ক!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ মার্চ ২০১৮, ০২:৩৮

চাঁদে‌ও মিলবে ফোরজি নেটওয়ার্ক!

মানুষের চাঁদে পা রাখার কেটে গিয়েছে ৫০ বছর। দীর্ঘদিন ধরেই মানুষ সেখানে বাসস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়ত সেটা বাস্তবে পরিণতও হতে পারে। কিন্তু এখন যদি চাঁদে গিয়েও মোবাইলে টাওয়ার পেয়ে যান, তাহলে?‌ মোবাইলের মাধ্যমেই কথাও বলতে পারেন কিংবা নেট করতে পারেন, তাহলেই বা কেমন লাগবে?‌ শুনতে অবাক লাগলেও খুব সম্ভবত আগামী বছর থেকেই চাঁদেও ফোরজি পরিষেবা চালু হতে চলেছে।

ব্রিটেনের বিখ্যাত টেলিকম সংস্থা ভোডাফোন জানিয়েছে, ২০১৯–এর মধ্যেই চাঁদে ফোরজি পরিষেবা চালু করবে তারা। বৃহস্পতিবার সংস্থার তরফ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘নাসার তরফ থেকে ৫০ বছর আগে প্রথম চাঁদে পা রেখেছিল মানুষ, আর সেই ৫০ বছরের পূর্তিতেই পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে বসতে চলেছে ফোরজি পরিষেবা। ভোডাফোনের তরফ থেকে এই ৪জি নেটওয়ার্কটি বসানো হবে। ২০১৯–এর মধ্যেই কাজ সম্পন্ন হবে।‌’ এজন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়ার সঙ্গে যুক্ত হয়েছে সংস্থাটি। ‌

এই প্রথম বেসরকারি উদ্যোগে চাঁদে অভিযান চালানো হবে। পুরো প্রজেক্টটির আনুমানিক খরচ ধরা হচ্ছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভোডাফোন জার্মানি এবং অডি একসঙ্গে কাজটি করছে। এই ফোরজি নেটওয়ার্কটি সফল ভাবে চাঁদে চালু করা গেলে ১৮০০ মেগাহার্জ ফ্রিকোয়েন্সি তৈরি হবে। যার সাহায্যে চাঁদ থেকে প্রথমবার লাইভ ভিডিও ফুটেজ পাঠানো সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে মাত্র ১১ দিনের জন্য কাজ করবে এই পরিষেবা। কারণ ওই সময়ের পরেই যে অংশে নেটওয়ার্কটি বসানো হবে, সেখানে তাপমাত্রার বিপুল পরিবর্তন হবে।‌‌

এসএজে

  • সর্বশেষ
  • পঠিত