ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪০ মিনিট আগে
শিরোনাম

অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে স্বর্ণজয়ী শুটার সাদিয়া

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৭, ০০:১০  
আপডেট :
 ২২ অক্টোবর ২০১৭, ০০:১৩

অগ্নিদগ্ধ হয়ে বার্ন ইউনিটে স্বর্ণজয়ী শুটার সাদিয়া

অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা।

জানা যায়, ১৫ অক্টোবর বিকেলে গ্যাসের চুলা থেকে সাদিয়ার শরীরে আগুন ধরে যায়। প্রথমে চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজেন বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

সাদিয়া ইসলাম ২০১০ সালে অনুষ্ঠিত এসএ গেমসে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জয় করেন। একই বছর কমনওয়েলথ শুটিংয়েও দলগত ইভেন্টেও সোনা জিতেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি শুটিংয়ের বাইরে রয়েছেন।

সাদিয়া ২০১০ সালের এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রূপা জিতেছিলেন। ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ গেমসের পর আড়ালে চলে যান সাদিয়া। অথচ সেই প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন তিনি।

ডিপি/

  • সর্বশেষ
  • পঠিত