ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

১৪৬ রানে থামলো সিলেট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৮  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০১৭, ১৬:১১

১৪৬ রানে থামলো সিলেট

রাজশাহী কিংসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৬ রানেই থামলো সিলেট সিক্সার্সের ইনিংস। পিছিয়ে থেকেও সাব্বির-গুনাথিলাকা-ব্রেসনানের ব্যাটে ভর করে সিক্সার্সের বিপক্ষে লড়াকু সংগ্রহ করলো সিলেট। জিততে হলে রাজশাহীকে করতে হবে ১৪৭ রান।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই সামির বলে বিদায় নেন সিলেটের বিস্ফোরক ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। উপুল থারাঙ্গা বড় কিছুর আশা দেখালেও চতুর্থ ওভারে তাকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ।

তখন একপ্রান্ত আগলে রেখেছিল দানুশকা গুনাথিলাকা। কিন্তু অপর প্রান্তে নুরুল হাসান সোহান ১০ রানে ও নাসির হোসেন বিদায় নেন ৯ রান করেই।

শেষদিকে রাজশাহীর রানের চাকা ঘুরে টিম ব্রেসনান ও সাব্বির রহমানের ব্যাটিংয়ে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রানের ১৪৬ মাঝারি সংগ্রহ গড়ে সিলেট সিক্সার্স। সাব্বির ২৬ বলে করেন ৪১ রান। এছাড়া ব্রেসনান রান ২৯ করেন। শেষ তিন ওভারে ৫৩ রান নেয় সিলেট।

রাজশাহীর বোলারদের মধ্যে কেসরিক উইলিয়ামস নেন দুটি উইকেট। এছাড়া মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ, জেমস ফ্রাঙ্কলিন ও সামিত প্যাটেল নেন একটি করে উইকেট।

পয়েন্ট তালিকার তলানিতে আছে রাজশাহী কিংস। তাই ঘুরে দাড়ানোর জন্য সিলেটের বিপক্ষে আজ জয়টা দরকার রাজশাহীর।

  • সর্বশেষ
  • পঠিত