ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

খুলনা টাইটানসের লক্ষ্য ১৬১

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৭, ২১:০৯  
আপডেট :
 ১৭ নভেম্বর ২০১৭, ২১:৩০

খুলনা টাইটানসের লক্ষ্য ১৬১

বিপিএলে আজকের দিনে দ্বিতীয় ম্যাচের টসে হেরে ব্যাট করতে নেমেছিল চিটাগাং ভাইকিংস। খুলনা টাইটান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভাইকিংসের সংগ্রহ ১৬০ রান। জিততে হলে খুলনাকে তুলতে হবে ১৬১ রান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানেই সাজঘরে ফিরেন ভাইকিংস দলপতি লুক রনকি। এরপর চিটাগাং এগুতে থাকে সৌম্য ও এনামুলের ব্যাটে। দলীয় ১০১ রানে এই জুটি ভাংগে সৌম্যের আউটে। বিদায়ের আগে ৩৪ বলে তিনটি বাউন্ডারিতে সৌম্য করেন ৩২ রান। তিন নম্বরে নিজের সহজাত খেলায় এগিয়ে যায় এনামুল। ৪৭ বল খরচায় ৫ চার ও তিন ছক্কায় এনামুল তুলেন ৬২ রান।

এরপর শেষদিকে ৫০ রানের জুটি গড়েন ভাইকিংসের স্টিয়ান ভ্যান জিল এবং নাজিবুল্লাহ জাদরান। ভ্যান জিল ১৫ বলে ২টি ছক্কায় ২৩ রান করে অপরাজিত থাকেন। নাজিবুল্লাহ ১৬ বলে তুলেন ২৪ রান।

খুলনার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন আবু জায়েদ। ১টি উইকেট নেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

  • সর্বশেষ
  • পঠিত