ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

আইসিসির বর্ষসেরা একাদশে নেই কোনো বাংলাদেশি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৩:৫৭  
আপডেট :
 ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৪

আইসিসির বর্ষসেরা একাদশে নেই কোনো বাংলাদেশি

ব্যাপারটি এক ধরনের আনুষ্ঠানিকতা। তবে বড় স্বীকৃতি তো বটেই। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নির্বাচিত একাদশে সুযোগ করে নেওয়া খেলোয়াড়দের জন্য এক ধরনের তৃপ্তির ব্যাপারও।

তবে ২০১৭ সালে আইসিসি টেস্ট ও ওয়ানডের জন্য যে দুটি একাদশ তৈরি করেছে, তাতে সুযোগ হয়নি বাংলাদেশি কোন ক্রিকেটারের। আইসিসির প্রকাশিত দুই ফরম্যাটের একাদশেরই অধিনায়ক হয়েছেন ভারতের বিরাট কোহলি।

এছাড়া আইসিসির টেস্ট একাদশে ৩ জন করে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার। দুইজন জায়গা পেয়েছেন ইংল্যান্ড থেকে।

ওয়ানডে দলে সবচেয়ে বেশি তিনজন খেলোয়াড় ভারতের। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার দুইজন এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর আফগানিস্তানের একজন করে খেলোয়াড় আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন।

বর্ষসেরা টেস্ট দল:

ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা) এবং জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

বর্ষসেরা ওয়ানডে দল:

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), রোহিত শর্মা (ভারত), বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান) এবং জাসপ্রিত বুমরাহ (ভারত)।

  • সর্বশেষ
  • পঠিত