ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

সিরিজ হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন কোহলি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫

সিরিজ হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন কোহলি

ব্যাটসম্যানদের ব্যর্থতায় সিরিজ হারতে হয়েছে। তিনি ছাড়া রান কেউ পাননি। স্বাভাবিকভাবেই বিরক্ত ভারত অধিনায়ক। ব্যাটসম্যানদের কাছ থেকে আরও একটু ধৈর্য্য আশা করেছিলেন তিনি।

তাই সেঞ্চুরিয়ানে খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বিরক্ত বিরাট কোহলি জানালেন অভিযোগ। তিনি বলেন, ‘‌দেখে মনে হয়েছিল উইকেটটা বেশ পাটা। কিন্তু আদতে তা নয়। একটু অবাকই হয়েছিলাম। কিন্তু তার মানে এই নয় যে এই উইকেটে রান করা যাবে না। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ৩৩৫ রানে থামিয়ে দেওয়ার পর আমাদের সুযোগটা কাজে লাগানো উচিত ছিল। বোর্ডে আরও রান তোলা দরকার ছিল। কিন্তু তা আমরা পারিনি। ব্যাটসম্যানরা নিজেদের প্রয়োগ করতে ব্যর্থ। বোলাররা তাদের কাজটা করে দিয়েছিল। ফায়দাটা তুলতে পারিনি আমরা।’‌

অধিনায়ক হওয়ার পর প্রথম টেস্ট সিরিজ হার। মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। কোহলির কথায়, ‘‌যখনই মাঠে নামি দেশ ও দলের জন্য খেলার চেষ্টা করি। কিন্তু বাস্তব এটাই যে দ্বিতীয় ইনিংসে দেড়শো রান তুলেছি আমরা। যা কিছুই নয়। ম্যাচের সঙ্গে সিরিজটাও হেরেছি। তাই নিজের ১৫৩ নিয়ে ভাবছি না। নিজে ৫০ করতাম। অথচ দল জিতত। তাতে বেশি খুশি হতাম। আসল কথা হল দল হেরে গেলে ব্যক্তিগত রেকর্ড দিয়ে মাথা ঘামাতে একদমই ইচ্ছা করে না।’‌ ‌‌

  • সর্বশেষ
  • পঠিত