ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

দৃষ্টিহীনদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১২:৪১  
আপডেট :
 ২১ জানুয়ারি ২০১৮, ১২:৪২

দৃষ্টিহীনদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ জিতে নিল ভারত। শনিবার শারজা ক্রিকেট স্টেডিয়াম সাক্ষী হলো এক দুর্দান্ত ফাইনালের।

এবারের টুর্নামেন্টে প্রায় প্রত্যেক ম্যাচেই ভালো রান করেছিল পাকিস্তান। এদিনও ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩০৭ তোলে তারা। মুনিরের হাফসেঞ্চুরি ছাড়াও, রিয়াসত খান এবং নিসার আলি যথাক্রমে ৪৮ এবং ৪৭ রান করেন।

গতবারের বিজয়ী ভারতও শুরুটা করেছিলেন দারুণ। ১৫ ওভারেই ১১১–তে পৌঁছে যায় তারা। কিন্তু হঠাৎই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে সুনীল রমেশের অপরাজিত ৯৩ এবং অধিনায়ক অজয় তেওয়ারির ৬২ রানের সুবাদে জিততে সমস্যা হয়নি ভারতের।

গ্রুপ–পর্বে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এদিন খেলা দেখতে উপস্থিত ছিলেন সৈয়দ কিরমানি এবং জাহির আব্বাস। জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, ‘‌২০১৮ দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপ জেতার জন্য অনেক শুভেচ্ছা। তোমাদের দুর্দমনীয় মনোভাব এবং দৃষ্টভঙ্গি দিয়ে গোটা দেশকে গর্বিত করলে। সত্যিকারের চ্যাম্পিয়ন।’‌‌

  • সর্বশেষ
  • পঠিত