ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

৪ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:০৪

৪ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজের আজকের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। ফাইনালের লক্ষ্যে টস জিতে লঙ্কানদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। ৪৪ রানের জুটি গড়েন দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও মিরে। কিন্তু লঙ্কান পেসার থিসারা পেরেরার দুর্দান্ত বোলিংয়ে টানা তিন উইকেট হারায় হিথ স্ট্রিকের শিষ্যরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৭ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩১ রান।

সিরিজে এর আগেরবারের দেখায় শ্রীলঙ্কাকে ১২ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। তাই আজ জিতলেই সিরিজের ফাইনালে উঠে যাবে জিম্বাবুয়ে। আর বাদ পড়বে শ্রীলঙ্কা। তবে, যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে দুই দলেরই ফাইনালে উঠার জন্য পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে।

শ্রীলঙ্কা একাদশ:

উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, ডিকভেলা, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, লাকশান সান্দাকান, নুয়ান প্রদীপ।

জিম্বাবুয়ে একাদশ:

হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

  • সর্বশেষ
  • পঠিত