ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

প্লে-অফে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১১:২০  
আপডেট :
 ২৮ জানুয়ারি ২০১৮, ১২:০৩

প্লে-অফে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ

জাতীয় দল টাইগাররা ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হেরেছে শ্রীলঙ্কার কাছে। তবে রোববারের সকালে হতাশ করেনি জুনিয়র টাইগাররা। আফিফের দায়িত্বশীল ব্যাটিংয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পঞ্চম স্থান নির্ধারণী প্লে-অফে ইংলিশদের ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ৪৭.২ ওভারে ২১৬ রানে অল আউট হয় ইংলিশরা। জবাবে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখে ম্যাচটি জিতছে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের কুইন্সটাউনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১৭ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। ওপেনার লিয়াম ব্যাঙ্কসকে নিয়ে অধিনায়ক হ্যারি ব্রুক ১২৬ রানের জুটি গড়েন।

দলীয় ১৪৩ রানে ব্যক্তিগত ৭৪ রানে বিদায় নেন ব্যাঙ্কস। এরপরেই শুরু হয় ব্যাটিং ধস। স্কোর ১৫৭ তে পৌঁছতেই ৬ উইকেট হারায় ইংলিশরা। ১৯১ রানে দলটির সপ্তম উইকেটের পতন হয়। ২১৬ রান তুলতেই সবগুলো উইকেট হারায় ইংল্যান্ড। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট পান অল রাউন্ডার আফিফ হোসেন। ৩ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদও।

২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮২ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর আফিফ- সাইফ হাসানের জুটিতে আসে ৬৬ রান।

দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৫৯ রান করে সাইফ আউট হলেও ক্রিজে আঁকড়ে ছিলেন আফিফ। আফিফ যখন সাজঘরে ফিরে তখন দলের দরকার মাত্র ৮ রান দূরে। ৯৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রানের ইনিংস খেলেন আফিফ। পরবর্তীতে আর কোন উইকেট না হারিয়ে শেষপর্যন্ত ৪৭.৩ ওভারে ২২০ রান করে বাংলাদেশ। ইংলিশ পেসার অ্যাডাম ফিঞ্চ ৩৬ রানে দুই উইকেট পান।

৭১ রান ও ৩ উইকেটের কল্যাণে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আফিফ হোসেন।

পঞ্চম স্থান নির্ধারনীর চূড়ান্ত প্লে-অফ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, একই ভেন্যুতে। সে ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • পঠিত