ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

আবারো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আফ্রিদি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০০  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৫

আবারো আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আফ্রিদি

অবসরের ঘোষণা দেওয়া তারপর আবার ফিরে আসা এটা শহীদ আফ্রিদির ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটেছে। তার এই অবসর নাটক তো আর কম দেখেনি ক্রিকেট-বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন-তিনবার অবসর নিয়ে আবারো ফিরে আসেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

সম্প্রতি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিয়েছেন আফ্রিদি।

আগামী ৩১ মে লর্ডসে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্ব একাদশ। গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লন্ডভন্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দুই স্টেডিয়াম। মূলত স্টেডিয়াম দুটির সংস্কারে তহবিল গঠনের লক্ষ্যে এই ম্যাচ আয়োজন করছে আইসিসি। এই ম্যাচটিকে এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদাও দেওয়া হয়েছে।

আর বিশ্ব একাদশের হয়ে এই ম্যাচ খেলার ইচ্ছা পোষণ করেছেন বুম বুম আফ্রিদি। উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘ম্যাচটি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তবে যদি প্রস্তাব পাই, তাহলে আমি এটি বিবেচনা করব।’

অবশ্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চূড়ান্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তিনি। মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই হয়ে আছে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

অর্থাৎ এই ম্যাচে খেললে চতুর্থবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন আফ্রিদি!

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত