ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

মেসি পারলেও পারেনি বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩০  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:৩৩

মেসি পারলেও পারেনি বার্সেলোনা

অবশেষে সেই চেলসি-ফাঁড়া কাটল লিওনেল মেসির। সেই সাথে গোল খরাও কাটালেন তিনি। আর্জেনটাইন জাদুকরের গোলে ইংলিশ ক্লাবটির মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে এই নিয়ে টানা অষ্টম ম্যাচ জয়শূন্য রইলো স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যে ষষ্ঠবার ড্র করলো তারা, পরাজয় দুটিতে। আজ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। আগামী ১৪ মার্চ ক্যাম্প ন্যুয়ে হবে ফিরতি পর্ব।

আরও পড়ুন : দলে জায়গা না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচে প্রথমার্ধে দুবার গোলবঞ্চিত হওয়া উইলিয়ান ৬২তম মিনিটে সাফল্যের দেখা পান। হ্যাজার্ডের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু বাঁকানো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান এই উইঙ্গার।

৭৫তম মিনিটে এসে গোলের দেখা পায় বার্সেলোনা। গোল খরা কাটান মেসি। ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তার পাস ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফরোয়ার্ড। পাঁচ ম্যাচ পর গোল পেলেন তিনি।

লন্ডনের ক্লাবটির বিপক্ষে নবমবারের দেখায় প্রথম গোলের দেখা পেলেন মেসি। ইউরোপ সেরা প্রতিযোগিতার এবারের আসরে এটা তার চতুর্থ ও সব মিলিয়ে ৯৮তম গোল।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত