ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেলেন সাকিব

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ মার্চ ২০১৮, ১৪:৫৬  
আপডেট :
 ০৩ মার্চ ২০১৮, ১৪:৫৮

ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেলেন সাকিব

শঙ্কা নিয়েই ত্রিদেশীয় সিরিজে ডাক পেয়েছিল সাকিব। বলা হয়েছিল, শেষপর্যন্ত চোট থেকে সুস্থ না হলে শ্রীলংকার নিদাহাস ট্রফিতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেটিই হল, শ্রীলঙ্কা সফরে ছিটকে গেলেন বিশ্বসেরা অললাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব উঠলো মাহমুদউল্লাহ'র কাঁধে।

সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন লিটন দাস। আজ শনিবার এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আঙুলের সেলাই কাটার পর ফিটনেস অনুশীলন শুরু করেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। এতেই ভালো হতে গিয়ে খারাপ হল। চোটের জায়গাটা ফুলে যায় আবার। থাইল্যান্ডে সেটি দেখাতে গিয়েই দুঃসংবাদটা শোনেন সাকিব। আরও সপ্তাহ দু-এক ফিজিওথেরাপি নিতে হবে তাকে।

নিদাহাসে বাংলাদেশ স্কোয়াড:

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু।

  • সর্বশেষ
  • পঠিত